আজঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ -এ ৫ পৌষ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে রং মিস্ত্রি'র মৃত্যু • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল • নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে সৎ ও দায়িত্বঁশীল ভূমিকা পালন করতে হবে -জেলা প্রশাসক এনামুল আহসান • দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে রং মিস্ত্রি'র মৃত্যু • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল • নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে সৎ ও দায়িত্বঁশীল ভূমিকা পালন করতে হবে -জেলা প্রশাসক এনামুল আহসান

ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযান, ভারতীয় রুপি, মোবাইল ও ভারতীয় সিমসহ এক জন আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এস এম নুরুল আমিন

এস এম নুরুল আমিন , ভুরুঙ্গামারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 16 ডিসেম্বর, 2025

কুড়িগ্রাম জেলার  ভূরুঙ্গামারী উপজেলায় ভারতীয় রুপি, ভারতীয় মোবাইল সেট ও সিমসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)। 

আটকৃত এরশাদুল হক (৩০) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের মোঃ জহির উদ্দিনের ছেলে। 

বিজিবি সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় ধলডাঙ্গার কালজানী নদীর ভারতীয় সীমান্ত থেকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২,৯১০/= (দুই হাজার নয়শ দশ) রুপি, দুটি ভারতীয় মোবাইল সেট ও ভারতীয় দুটি সিমসহ তাকে হাতে নাতে আটক করে ধলডাঙ্গা বিওপির টহলরত বিজিবি দল । 

ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে (১৫ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় মামলাটি দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে কুড়িগ্রাম   বিজ্ঞ  আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, ভুরুঙ্গামারীর সিমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম