ভূরুঙ্গামারীতে বিজিবির অভিযান, ভারতীয় রুপি, মোবাইল ও ভারতীয় সিমসহ এক জন আটক
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ভারতীয় রুপি, ভারতীয় মোবাইল সেট ও সিমসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গাড বাংলাদেশ ( বিজিবি)।
আটকৃত এরশাদুল হক (৩০) উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা গ্রামের মোঃ জহির উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ১৪ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ৯ টার সময় ধলডাঙ্গার কালজানী নদীর ভারতীয় সীমান্ত থেকে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২,৯১০/= (দুই হাজার নয়শ দশ) রুপি, দুটি ভারতীয় মোবাইল সেট ও ভারতীয় দুটি সিমসহ তাকে হাতে নাতে আটক করে ধলডাঙ্গা বিওপির টহলরত বিজিবি দল ।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা যায়, এ বিষয়ে (১৫ ডিসেম্বর) ভূরুঙ্গামারী থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি (১) (বি) ধারায় মামলাটি দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন জানান, ভুরুঙ্গামারীর সিমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন