পঞ্চগড়ে বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা
মহান বিজয় দিবস উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের উদ্যোগে শহরের আদালত এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমীর জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমীর শফিউল আলম। সমাবেশ সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন।
বক্তব্যে মাওলানা ইকবাল হোসাইন মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জাতি হিসেবে আমরা এখনও প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে পারিনি। যারা রাষ্ট্রক্ষমতায় এসেছে, তারা অনেক ক্ষেত্রেই ক্ষমতার অপব্যবহার করেছে। আগামী দিনে সকলকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন