কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো উফশী বীজ ও সার বিতরণ
কাউনিয়ায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো উফশী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তানিয়া আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজমাইন মুশতারী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খাইরুল ইসলাম প্রমুখ।
২০২৫-২৬ অর্থ বছরে বোরো উফশী প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে এক বিঘা জমির জন্য বীজ ০৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার, ১০ কেজি উপকরণসহ ৫৫০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন