আজঃ শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ -এ ৫ পৌষ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে রং মিস্ত্রি'র মৃত্যু • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল • নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে সৎ ও দায়িত্বঁশীল ভূমিকা পালন করতে হবে -জেলা প্রশাসক এনামুল আহসান • দিনাজপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • কাউনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত • গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্টে রং মিস্ত্রি'র মৃত্যু • ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন কিনলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল • নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে সবাইকে সৎ ও দায়িত্বঁশীল ভূমিকা পালন করতে হবে -জেলা প্রশাসক এনামুল আহসান

ঠাকুরগাঁও ১৩ বছরের শিশু রব্বানী নিখোঁজ, থানায় জিডি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 16 ডিসেম্বর, 2025

ঠাকুরগাঁও থানার গড়েয়া ইউনিয়নের আরাজী মাটিগাড়া এলাকা থেকে রব্বানী ইসলাম (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিয়া  নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার পিতা মো. আব্দুল লতিফ।

এ ঘটনায় তিনি রবিবার (১৪ ডিসেম্বর)রাব্বানীর পিতা ঠাকুরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৬৯০, তারিখ: ১৪/১২/২০২৫, ট্র্যাকিং নম্বর: KZ42RB।

জিডি অনুযায়ী, রব্বানী ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ১ ইঞ্চি এবং ওজন প্রায় ৪৮ কেজি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের হাফ হাতা গেঞ্জি ও নীল জিন্স প্যান্ট। চুল ছোট কাটা।

পিতা জানান, সে বাসা থেকে বের হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি। আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও আশপাশের সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। আমি আমার ছেলের নিরাপদ ফিরে আসার কামনা করছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনির হোসেন বলেন, আমরা জিডি পেয়েছি এবং শিশুটিকে উদ্ধারের জন্য যথাযথ চেষ্টা করছি। এ বিষয়ে এস আই নূর আলম সিদ্দীক কাজ করেছেন।

কেউ রব্বানী ইসলামের খোঁজ পেলে নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে: ০১৭৭৩২৬১৪৯৫

নিখোঁজ শিশুর দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য প্রার্থনা করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম