আজঃ সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ -এ ১৯ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু • আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 নভেম্বর, 2025

দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

রবিবার ২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের করঞ্জি গ্রামের বাসুয়াপাড়ার জনৈক বাবলুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, সামিউল নামে এক ছেলে ঘাস কাটতে গেলে পুকুরে মরদেহ ভাসতে দেখে লোকজনকে জানায়। এরপর থানায় জানানো হলে পুলিশ দ্রুত এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। 

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রকৃত পরিচয় জানতে ডিএনএ টেষ্ট করানো হবে। এ ঘটনায় উর্দ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা ও পরামর্শ মোতাবেক মামলা করা হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম