আজঃ সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ -এ ১৯ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু • আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 2 নভেম্বর, 2025

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (০২ নভেম্বর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন শুধু প্রযুক্তি শিক্ষার অংশ নয়, এটি আধুনিক কর্মক্ষেত্রের অবিচ্ছেদ্য উপাদান হয়ে উঠেছে। তিনি বলেন, উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সঠিক ব্যবহার আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও গতিশীল করে তুলবে। তিনি আরও বলেন, গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এখন AI গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমাজবিজ্ঞানসহ প্রতিটি খাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার দ্রুত বাড়ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা শিক্ষার্থীদের প্রযুক্তি ও গবেষণায় এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। সেমিনারে বক্তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে বাস্তব জীবনে এর প্রভাব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনে নিরাপদ ডিজিটাল ব্যবহার ও সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম