আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

আনআথরাইজড ক্লিনিকের দায়িত্বহীনতায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মো. তোফাজ্জল হোসেন

মো. তোফাজ্জল হোসেন , বীরগঞ্জ , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 15 আগস্ট, 2025

দিনাজপুরের বীরগঞ্জে অনুমোদনহীন ও ডাক্তারহীন এক ক্লিনিকে সন্তান প্রসবের সময় মৃত্যু হয়েছে আমিনা আক্তার তিথি (৩০) নামে এক প্রসূতির। ‘আমাদের ক্লিনিক’ নামের বেসরকারি ওই প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত তিথির বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামে। তার স্বামীর নাম অন্তর আলী। নবজাতক পুত্র সন্তান সুস্থ রয়েছে।

ঘটনার পর সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিক, ডিসি অফিস গোয়েন্দা পুলিশ (ডিএসবি) ও স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা ক্লিনিকে গিয়ে দেখেন—সেখানে উপস্থিত ছিলেন কেবল একজন আয়া সুফিয়া এবং নার্স অন্তরা দাস। ক্লিনিকের স্বত্বাধিকারী কামরুজ্জামান বাবু ও রুবেল রানা এবং সংশ্লিষ্ট অন্যান্যের কেউ ছিল না।

স্থানীয়দের অভিযোগ, ডাক্তার ছাড়াই অদক্ষ আয়া ও নার্স দিয়ে প্রসব করানোর সময় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর ঘটনা ঘটে।

বীরগঞ্জে একের পর এক বেসরকারি ক্লিনিকে নিম্ন মানসম্পন্ন যন্ত্রপাতি, ভুয়া ডাক্তার ও ভুল চিকিৎসার কারণে বহু প্রসূতির মৃত্যু ঘটছে বলে অভিযোগ উঠেছে। কয়েকমাস আগেও বীরগঞ্জে “একতা ক্লিনিকে” প্রসূতি মৃত্যুর ঘটনায় বিচার না পেয়ে আপোষের মাধ্যমে মীমাংসা করা হয়।

আরও জানা গেছে, গত জুন মাসে বীরগঞ্জ ক্লিনিকে ইনফেকশনে আক্রান্ত হয়ে আরেক প্রসূতি সুমাইয়া আক্তার এখনো দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় ২ মাসে চিকিৎসা বাবদ ৭ লাখ টাকার বেশি খরচ হয়েছে বলে তার স্বামী অভিযোগ করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, নরমাল ডেলিভারির পর রোগী মেডিকেলে নেয়ার পথে মারা গেছে। কারো কোন অভিযোগ না থাকায় তারা লাশ দাফন করেছে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম