পলাশবাড়ীতে সিটি ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সিটি ব্যাংকের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার (১৭ আগস্ট) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও শিক্ষকদের আন্তরিকতায় বিদ্যালয় চত্বর হয়ে উঠেছিল সবুজে প্রাণবন্ত।
পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক ক্ষয়ক্ষতি কমানো এবং নতুন প্রজন্মকে সবুজের প্রতি উৎসাহিত করতেই এই উদ্যোগ নেয় সিটি ব্যাংক কর্তৃপক্ষ। ফলদ, বনজ ও ঔষধি মোট নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল আম, লিচু, আমড়া, মাল্টা, নিম ও মেহগনি প্রভৃতি।
অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রংপুর বিভাগীয় এজেন্ট ব্যাংকিং শাখার রিজিওনাল ম্যানেজার মোনিবুর রহমান কাজল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বৃক্ষ শুধু ছায়াই দেয় না, প্রাণও দেয়। আজকের শিক্ষার্থীদের হাতে যে চারা তুলে দিচ্ছি, সেগুলোই একদিন হবে সুস্থ পৃথিবীর প্রতীক।”
এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর এরিয়া ম্যানেজার হাসান মাহাবুব, গাইবান্ধা শাখার মনিটরিং অফিসার শাহরিয়ার ইসলাম এবং পলাশবাড়ী শাখা ম্যানেজার সাদেকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোবাইদুল ইসলাম প্রধান।
শিক্ষক-শিক্ষার্থী সবাই চারা রোপণ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তাদের চোখেমুখে ছিল আনন্দ আর ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন। অংশগ্রহণকারীরা আশা করেন, এমন উদ্যোগ শুধু বিদ্যালয়েই নয়—প্রতিটি পরিবার ও সমাজে ছড়িয়ে পড়বে এবং সবুজ গাছপালায় ভরে উঠবে প্রিয় পৃথিবী।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন