আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

জন্মাষ্টমীর ছুটি শেষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 আগস্ট, 2025

জন্মাষ্টমী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৭ আগস্ট) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে বন্দরের সব ধরনের পণ্য পরিবহন ও কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমীর সরকারি ছুটির কারণে বন্দরের সব আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ছুটি শেষে আজ থেকে আবার বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ধর্মীয় ছুটির কারণে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম