আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 17 আগস্ট, 2025

দেশের বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমূল্য নিয়ন্ত্রণে রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। বন্দরের পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৩০ টন করে এই অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী। তিনি জানান, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো যেকোনো সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে এবং প্রয়োজনীয় সব সহযোগিতা তারা পাবেন।

পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— হিলি সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়। প্রত্যেকে ৩০ টন করে মোট ১৫০ টন আমদানি করবে।

পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, “সরকার অনুমতি দিলেও পরিমাণ খুবই কম। মাত্র ৩০ টন পেঁয়াজ একটি ট্রাকে আসে। আগে ২ থেকে ৫ হাজার টন পর্যন্ত অনুমতি দেওয়া হতো। এখন এত কম বরাদ্দে আমরা ক্ষতিগ্রস্ত হবো।”

এরই মধ্যে আমদানির খবরে গত দুই দিনে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে গেছে। দুদিন আগে যেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৭৫ টাকা কেজি, আজ তা নেমে এসেছে ৬৫ টাকায়।

হিলি কাস্টমস সূত্র জানায়, সর্বশেষ চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত ভারত থেকে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়েছিল।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম