আজঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ -এ ১৭ ভাদ্র ১৪৩২ - ১৭ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পঞ্চগড়ে বিজিবি সভায় বিতর্কিত উপস্থিতি নিয়ে সমালোচনা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 11 আগস্ট, 2025

পঞ্চগড় জেলার মাগুরমারী সীমান্ত ফাঁড়ির উদ্যোগে অমরখানা ইউনিয়নের চেকরমারী বাজারে সোমবার (১১ আগস্ট) এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকার মানুষকে সুরক্ষা, সীমান্ত আইন-শৃঙ্খলা, মাদক ব্যবসা রোধ ও নিরাপত্তা বিষয়ে সচেতন করা।

তবে সভায় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং অমরখানা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. নুরুজ্জামান নুরুর উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নুরুজ্জামান নুরু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, জমি দখল ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট বলেন, “বিজিবি যদি নুরুজ্জামান নুরুকে নিয়ে কোনো প্রোগ্রাম আয়োজন করে থাকে, তাহলে তা সমীচীন হয়নি। তিনি জনগণের আস্থার বাইরে একজন ব্যক্তি।” তিনি আরও জানান, এ ধরনের ঘটনা সীমান্ত নিরাপত্তায় বিভ্রান্তি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “সীমান্ত এলাকায় অপরাধ কমানোর লক্ষ্যে নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। কাউকে আলাদা করে আমন্ত্রণ জানানো হয়নি, শুধুমাত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। কেউ অনুপ্রবেশ করে থাকলে আমাদের জানা নেই।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম