গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের একটি গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করার সময় স্থানীয়দের চোখে পড়ে। এসময় গ্রামবাসী চোর সন্দেহে তিনজনকে ধাওয়া করলে তারা পালানোর চেষ্টা করে পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে এলাকাবাসী তাদের আটক করে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। গুরুতর আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
ওসি বুলবুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। নেয়া হবে আইনগত ব্যবস্থা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন