আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চিরিরবন্দর প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের উপর ক্রমবর্ধমান হামলা, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে প্রিন্ট ও অনলাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতিত্ব করেন চিরিরবন্দর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোঃ আফছার আলী খান। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক দিনবদল প্রতিনিধি মোঃ মমিনুল ইসলাম মমিন, দৈনিক বিকাল বার্তা প্রতিনিধি মোঃ আসলাম আলী আঙ্গুর, দৈনিক নতুন দিন প্রতিনিধি একরামুল হক চঞ্চল, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি মৃত্যুঞ্জয় সরকার, দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ জাফর ইকবাল, দৈনিক আজকের দর্পণ প্রতিনিধি এনামুল মবিন (সবুজ), দৈনিক আজকের প্রতিভা প্রতিনিধি মোঃ আলতাফ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা গণতান্ত্রিক রাষ্ট্রে অকল্পনীয়। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তারা আরও বলেন, কোনো সরকারের আমলেই সাংবাদিকরা নিরাপদ নয়। স্বাধীনভাবে কাজ করার জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম