আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

হাকিমপুরে ভূয়া এনজিও'র প্রতারণা, সঞ্চয়ের ২০ লাখ টাকা হাতিয়ে পালিয়েছে ‘আইডিএফএন সংস্থা’

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 সেপ্টেম্বর, 2025

দিনাজপুরের হাকিমপুরে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সঞ্চয়ের অন্তত ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘আইডিএফএন সংস্থা’ নামের একটি ভূয়া এনজিও। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্ধারিত ঋণ বিতরণের দিন ভুক্তভোগীরা অফিসে গিয়ে দেখেন, সেখানে তালা ঝুলছে। প্রতারিত গ্রাহকরা একই দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৪ তারিখে উপজেলার সাতকুড়ি বাজারে তিন কক্ষের একটি অফিস মাসিক ৬ হাজার টাকায় মৌখিকভাবে ভাড়া নেয় মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুই ব্যক্তি। এরপর তারা ‘আইডিএফএন সংস্থা’ নামে একটি এনজিওর কার্যক্রম শুরু করে। মাত্র ৫ শতাংশ সুদে দুই বছরের মেয়াদী ঋণের প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে সমিতি গঠন করে প্রত্যেক সদস্যের কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে সঞ্চয় আদায় করে।

রোববার বিকেলে ঋণ বিতরণের কথা থাকলেও অফিসে গিয়ে দেখা যায় তালাবদ্ধ। অফিসে কর্মরতদের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেগুলো বন্ধ পাওয়া যায়। পরে ভুক্তভোগীরা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।

আলিহাট গ্রামের আমিরুল ইসলাম জানান, তিনি ওই এনজিওর ‘জবা সমিতির’ সভাপতি। তার সমিতির ২৬ জন সদস্যের কাছ থেকে সঞ্চয় সংগ্রহ করা হয়। প্রতারণার বিষয়টি জানাজানি হলে তারা থানায় অভিযোগ করেন।

অফিস মালিক রিয়াজুল আলম বলেন, চলতি মাসের ৩ তারিখে এনজিওর দুই ব্যক্তি অফিস ভাড়া নেন। লিখিত চুক্তির কথা উঠলে তারা জানান, মাসের শেষে ঢাকার বড় কর্তা আসলে চুক্তি হবে। রোববার সকাল থেকে অফিসে তালা দেখে ভেবেছিলেন তারা ফিল্ডে গেছেন। পরে জানতে পারেন, তারা টাকা নিয়ে পালিয়ে গেছেন।

হাকিমপুর থানার ওসি নাজমুল হক জানান, ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ৪ সমিতির সভাপতি থানায় অভিযোগ দায়ের করেছেন। এখন পর্যন্ত ৭৯ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতারিত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম