কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর ( রোববার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ, বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারী নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।
এ সময় সভায় জেলার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে বিশেষ করে আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও মাদক চোরাচালান, অনলাইন জুয়া বন্ধ সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন