পীরগাছায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রংপুরের পীরগাছায় ছিঁড়ে পড়া বিদ্যুৎ তারে স্পর্শ হয়ে মোছাঃ রাহেনা বেগম (৪২) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গুড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহেনা বেগম উপজেলার ছাওলা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকাল বেলায় বৃষ্টির মধ্যে নিজ বাড়ির পেছনে আকস্মিক শব্দ শুনে বাইরে বের হন রাহেনা বেগম। তিনি ধারণা করেন, শব্দটি তাদের পালন করা হাঁসের কারণে হতে পারে। ঘরের উত্তর পাশে পৌঁছামাত্র ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চিৎকার শুনে তার স্বামী মমিনুল ইসলাম দৌড়ে এসে শুকনো বাঁশ দিয়ে তার সরিয়ে দ্রুত উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার এসআই নূর আলম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন