আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

নাগেশ্বরীতে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 14 সেপ্টেম্বর, 2025

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধ, শিশু সুরক্ষা ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ও বেসরকারি খাতের অংশীদারদের অংশগ্রহণে এ সভায় শিশু সুরক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক হিসেবে ছিলেন এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ ইউনিট।

সভায় সভাপতিত্ব করেন বোর্ডের হাট বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী খোকন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী। বিশেষ অতিথি ছিলেন সন্তোষপুর ইউনিয়নের সচিব রইচ উদ্দিন তালুকদার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, শামসুল আলম ও মোস্তফা জামাল।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মায়ামনি মিষ্টি, সানজিদা সিদ্দিকা ও আফসানা আফরোজ।

বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এ অপপ্রথা বন্ধ করতে পরিবার, সমাজ ও স্থানীয় ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মত দেন তাঁরা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম