আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

হিলিতে গ্রামীণ সড়কে এলজিইডি’র নিম্নমানের কাজ, উঠছে কার্পেটিং

Nuclear Fusion Closer to Becoming a Reality6

গোলাম মোস্তাফিজার রহমান মিলন

গোলাম মোস্তাফিজার রহমান মিলন , হিলি , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 সেপ্টেম্বর, 2025

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এলজিইডির নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সদ্য নির্মিত সড়কগুলোতে কার্পেটিং বসানোর কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে আস্তরণ।

শনিবার দুপুরে উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের জায়গায় জায়গায় ফাটল ধরে উঠে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এমন কাজের কারণে সড়কগুলো শীতকাল আসার আগেই চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে।

সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, এগুলো সব নিম্নমানের কাজ। নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। দুই-তিন দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। আমাদের কষ্টের টাকার প্রকল্প যদি এভাবে নষ্ট হয়, তাহলে উন্নয়নের সুফল মানুষ পাবে কিভাবে?

স্থানীয় কৃষক আবু তাহের বলেন, এই রাস্তা দিয়ে আমরা বাজারে ধান-চাল নিয়ে যাই। কিন্তু কাজের মান এত খারাপ যে, গাড়ি নিয়ে চলাচলই করা যায় না। একদিকে ধুলোবালি, আরেকদিকে ফাটা রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।

কলেজ পড়ুয়া ছাত্র খাইরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা উন্নয়ন চাই, কিন্তু সেটা যদি টেকসই না হয় তবে টাকা অপচয় ছাড়া আর কিছুই নয়। রাস্তার কাজের তদারকি বাড়াতে হবে।

আক্কাস স্থানীয় চা দোকানি জানান, রাস্তার কাজ শুরু হতেই আমরা ভেবেছিলাম কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখন মনে হচ্ছে এ কাজ শুধু টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না।

গ্রামবাসী হাজেরা বেগম বলেন, এই রাস্তা দিয়ে স্কুলে বাচ্চারা যায়। কার্পেটিং উঠে যাওয়ায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়ে, এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। রাস্তার কাজ একেবারে ভাল হয়নি, আমরা ভাল কাজ চাই।

এলজিইডি হাকিমপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী কাদের হোসেন জানান, সড়কের কিছু জায়গায় বৃষ্টির কারণে ফাটল দেখা দিয়েছে। যেসব স্থানে সমস্যা হয়েছে সেখানে পুনরায় কাজ করা হবে। আজ ছুটির দিন সঠিক তথ্য দিতে পারছি না। তবে পুরো বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও এলজিইডি কর্মকর্তাদের যোগসাজশেই এমন নিম্নমানের কাজ হচ্ছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম