কাহারোলে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে কাহারোল উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা যুবদলের আহবায়ক মো. সাদেকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর–১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ও কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক গোল্ডেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ সুইট, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সায়েম জুয়েল, ৩ নম্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান এবং ৪ নম্বর তাঁড়গাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দলীয় নেতাকর্মীরা এ সময় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের অবদান তুলে ধরেন এবং তার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন