দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধাকে মারধরের মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

দিনাজপুরের খানসামায় বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শরীফ উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি পাকেরহাটের জিয়ামাঠ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।
জানা যায়, গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন শরীফ উদ্দিন। গুরুতর আহত অবস্থায় দীর্ঘ চিকিৎসার পর ৩ আগস্ট তিনি বাড়ি ফেরেন, কিন্তু ৬ আগস্ট মারা যান। পরিবারের আপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন হয়।
ঘটনার পর নিহতের ছেলে ইশতিয়াক আহমেদ শুভ বাদী হয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ জনকে আসামি করে মামলা করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাকিনুরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন