খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন

দিনাজপুরের খানসামায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ওবায়দুর রহমানকে আহ্বায়ক ও মো. মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মোমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, এনামুল হক, আবু সাঈদ শাকিল মাহমুদ, আবু রায়হান, মো. রুমেন মিয়া, আশরাফুল আলম, নুর হোসেন ও হাসিবুল হোসেন।
এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন— আব্দুস সবুর (জুয়েল), জিএম ইসলাম, মো. মঞ্জুরুল ইসলাম, আক্তারুল ইসলাম বাদশা, আলী হোসেন, নবীন দেবনাথ, নজরুল ইসলাম, রুহুল আমিন মুন্না, খাইরুল ইসলাম, শাহিন ইসলাম, আক্তারুল ইসলাম, সামিউল ইসলাম, আব্দুল মজিদ, নাজমুল হোসেন, আসাদুজ্জামান জেন্সি, সালেহ আকরাম সোহেল রানা, নাজমুজ সাকিব (মোজাফ্ফর), মাহাবুব আলম সাগর ও আল-ইমরান।
কমিটি অনুমোদন করেন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম ও সদস্য সচিব হাজী মো. ইকবাল হোসেন টারজেন।
ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন