আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 14 সেপ্টেম্বর, 2025

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের নদী ভাঙ্গন রোধ ও ভাঙ্গনকবলিত মানুষের দুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এরেন্ডাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, এরেন্ডাবাড়ী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, গণধিকার পরিষদ গাইবান্ধা জেলা সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম, সমাজসেবক মোহাম্মদ আলী, এম এ রিপন রবি, মোঃ জুয়েল রানা, মোঃ করিম তরফদার, মোঃ দুলাল মিয়া, বেলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, এরেন্ডাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম দীর্ঘদিন ধরে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তবুও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তারা অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ, ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের দাবি জানান। মানববন্ধন শেষে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর  স্মারকলিপি প্রদান করেন, এরেন্ডাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম