আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই, গ্রেফতার ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2025

গাইবান্ধায় চালকের হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর থানার এরুলিয়া ইউনিয়নের উত্তর বিদুপাড়া গ্রামের ও বর্তমান ঠিকানা গাবতলী উপজেলার (টায়ারপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান(৩৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সলেমানের ছেলে শাহারুল শেখ রাহুল (৪০)। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল বুধবার ভোর ৫টার দিকে ইজিবাইক নিয়ে তালুকানুপুর ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এর উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে জুমারঘর নামক স্থানে ওৎ পেতে থাকা ছিনতাইকারীরা ইজিবাইক চালককে মারধর করে ভয়ভীতি দেখিয়ে হাত পাঁ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে ইজিবাইক নিয়ে সটকে পড়ে, এ ঘটনার ২০মিনিট পরেই ইজিবাইকের চালকের আত্মচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।  এরপর চালক অন্য একটি অটোরিকশায় চড়ে দ্রুত থানায় গিয়ে ঘটনাটি জানায়। পরে থানা পুলিশের টহলটিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইজিবাইকটি অন্য একটি পিকাপে করে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষারত অবস্থায় হাতেনাতে ওই দুই ছিনতাইকারীকে আটক করে ইজিবাইকটি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি  বুলবুল ইসলাম জানান, আটককৃত মান্নানের বিরুদ্ধে বি়ভিন্ন থানায় ৮টি মামলা ও শাহরুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাদেরকে হাতে নাতে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম