আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

শিয়ালের উপদ্রব কমাতে মুরগীর খামারে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল স্কুল ছাত্রের

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2025

গাইবান্ধার লক্ষ্মীপুরে মুরগীর খামারে বিদ্যুতের তারের ফাঁদে স্পৃষ্ট হয়ে আনন্দ কুমার (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি মাঝিপাড়া গ্রামে এ ঘটানটি ঘটে। নিহত আনন্দ কুমার ওই গ্রামের কাজল কুমারের ছেলে এবং স্থানীয় লেংগা বাজার বামা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানায়,  মাঝিপাড়ার পার্শ্ববর্তী এলাকায় জনৈক তারা মিয়ার একটি মুরগীর খামার রয়েছে। ওই খামারে প্রতিদিন শিয়াল এসে ডিম খেয়ে ফেলে। এজন্য তিনি খামারের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতে সংযোগ দিয়ে রাখে, যাতে শিয়াল ডিম খেতে না পারে। বৃহস্পতিবার সকালে খামারের পাশের রাস্তা দিয়ে আনন্দ কুমার যাবার সময় খামারের নিচে একটি ডিম পড়ে থাকতে দেখে। ওই ডিমটি আনন্দ আনতে গিয়ে ফাঁদ পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে  তাকে একনজর দেখার জন্য তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ঘটনাস্থলে ভীড় জমায়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

বিদ্যুতের তারে জড়িয়ে আনন্দ কুমারের মৃত্যুর বিষয়টি ওই এলাকার মেম্বর মর্তুজ আলী ব্যাপারী নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম