আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

গাইবান্ধায় হোটেলে খাবার খেয়ে দাম পরিশোধে অস্বীকৃতি, দুর্বৃত্তের গুলিতে আহত ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 13 আগস্ট, 2025

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিত বাজারে খাবারের দাম না দেওয়াকে কেন্দ্র করে গুলি চালিয়ে দুইজনকে আহত করেছে গোলাপ প্রামানিক (৩৬) নামের এক দুর্বৃত্ত। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে ওয়াসিম আকন্দ (১৮) ও দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা বেগম (৪০)। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাপ প্রামানিক দুই সহযোগীকে নিয়ে আবু বক্কর সিদ্দিকের হোটেলে চা-সিঙ্গারা খেয়ে দাম না দিয়ে চলে যেতে চাইলে বাধা দেন ওয়াসিম। তিনি আগের বাকি টাকা পরিশোধেরও তাগাদা দেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে গোলাপ কোমর থেকে অস্ত্র বের করে ওয়াসিমের পায়ে গুলি করে। তাকে উদ্ধার করতে এগিয়ে আসা সেলিনা বেগমকেও একইভাবে গুলি করে। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে গোলাপ ও তার সহযোগীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, গোলাপ প্রামানিক এলাকায় এক আতঙ্কের নাম। তিনি কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ আসনের সাবেক এমপি অ্যাড. উম্মে কুলছুম স্মৃতির ব্যক্তিগত সহকারী ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি মাদক, চোরাকারবারি ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি কোন ধরনের অস্ত্র ব্যবহার করেছেন এবং তার রাজনৈতিক সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম