সাঘাটায় উত্তরাধিকারী সনদে জালিয়াতি, হাতে-নাতে ধরা পড়লেন ইউপি সদস্য

গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়ন পরিষদে উত্তরাধিকারী সনদে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভরতখালী ২নং ওয়ার্ড সদস্য মোঃ মাহবুবুর রহমান হাতে-নাতে ধরা পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভরতখালী ইউনিয়নের মৃত খতিব উদ্দিনের ছেলে রহিম উদ্দিন তার ভাইবোন ও মাকে বাদ দিয়ে এককভাবে উত্তরাধিকারী সনদ তৈরি করেন। ওই সনদে ইউপি সদস্য মাহবুব সাক্ষর করেন। পরবর্তীতে রহিম উদ্দিন জমির অংশ বিক্রির জন্য ক্রেতা আবু নাসেরকে সনদটি দেন।
তবে জমি ক্রেতা আবু নাসের স্থানীয়দের মুখে মৃত খতিব উদ্দিনের একাধিক উত্তরাধিকারীর কথা শুনে অনলাইনে যাচাই করতে গিয়ে সত্যতা পান। এসময় তিনি খতিব উদ্দিনের অন্য উত্তরাধিকারীদের নাম দেখতে পান। বিষয়টি জানাজানি হলে মেম্বার মাহবুব প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে সরজমিন সাংবাদিকরা গেলে বিষয়টি টের পেয়ে তিনি তড়িঘড়ি করে সনদ সংশোধন করেন এবং দাবি করেন, ভুলবশত তিনি ওই সনদে সাক্ষর করেছিলেন।
এ বিষয়ে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন বলেন,
“এই মেম্বার মাহবুব টাকা খেয়ে এর আগেও এমন জালিয়াতির ঘটনা ঘটিয়েছে। মেম্বার নিশ্চিত হয়ে সাক্ষর করার পর চেয়ারম্যান হিসেবে আমি সনদে সাক্ষর করি। তবে আপনাদের মাধ্যমে জানতে পারলাম—এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে এবং ভবিষ্যতে উত্তরাধিকারী সনদ প্রদানে ইউপি মেম্বারগণকে আরও কঠোর ও সচেতন হতে হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, জালিয়াতির সঙ্গে জড়িত ইউপি সদস্য মাহবুবুর রহমানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন