চিলমারীর সবুজপাড়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় দুর্ভোগ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজপাড়া এলাকায় গেলো রাত থেকে চলমান বৃষ্টি ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু সমান পানি জমে থাকায় পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে শিক্ষার্থীরা ভিজে ও ময়লাপানি পাড় হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই এই সমস্যা দেখা দেয়। যদিও এলাকায় ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, তবে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় ড্রেনের ময়লা পানি সড়কে চলে আসে। এ কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে।
সরেজমিনে দেখা গেছে, সবুজপাড়া সড়কের মন্দিরের সামন থেকে থানাহাট বাজার যাওয়ার পথে বেশ কিছু দূর অংশ বৃষ্টির পানিতে নিমজ্জিত রয়েছে। এতে পথচারী ও শিক্ষার্থীরা চলাচলে ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও সড়কের কিছু অংশ ভেঙে গেছে।
স্থানীয়রা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। পথচারী ও শিক্ষার্থীরা বলেন, স্কুল-কলেজ ও হাট-বাজারে যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়, কিন্তু সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে এবং দীর্ঘ সময় স্থায়ী হয়।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “ইতিপূর্বে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন