আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

চিলমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্পের ব্যারাক দখলের অভিযোগ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ ফয়সাল হক

মোঃ ফয়সাল হক , চিলমারী , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2025

কুড়িগ্রামের চিলমারীতে সরকারি আশ্রয়ণ প্রকল্প হস্তান্তরের আগেই একটি ব্যারাক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে। সরেজমিনে অভিযোগের সত্যতা মিলেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চিলমারী ইউনিয়নের মধ্য কড়াইবরিশাল আশ্রয়ণ প্রকল্পে। অভিযুক্ত সাবেক নেতা ওবাইদুল ইসলাম নিজেকে চিলমারী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে পরিচয় দেন।

স্থানীয়দের অভিযোগ, পাঁচটি কক্ষের ব্যারাক একাই দখল করে ওবাইদুল মাঝের দেয়াল ভেঙে চারটি কক্ষকে দুই কক্ষে রূপান্তর করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা দাবি করেন, তিনি দলীয় প্রভাব খাটিয়ে এ কাজ করেছেন।

ওবাইদুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, তার দুটি সংসার থাকায় দ্বিতীয় স্ত্রীর জন্য ঘর একত্র করেছেন। দেয়াল ভাঙা ভুল হয়েছে বলে তিনি জানান।

ইউপি সদস্য এরশাদুল হক বলেন, এখনো আশ্রয়ণের ঘরগুলো হস্তান্তর হয়নি, এরই মধ্যে অনেকেই দখল করে বসবাস করছেন। ওবাইদুলের কাজ ঠিক হয়নি এবং ঘরের দেয়াল ভাঙা অবৈধ।

চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, হস্তান্তর না হওয়ায় ঘরগুলো দখল হয়ে গেছে। ওবাইদুল দেয়াল ভেঙেছে কিনা তা তার জানা নেই, তবে করলে তা অনুচিত।

উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হানিফা বলেন, “ওবাইদুল বিএনপি করে, তবে অপরাধ করলে শাস্তি পেতে হবে।”

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম