ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের বিজয়ে কুড়িগ্রামে দোয়া মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন–২০২৫ এ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের “নিরঙ্কুশ ও অভূতপূর্ব বিজয়” উপলক্ষে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা ছাত্রশিবির। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শহরের গাড়িয়ালপাড়ায় সংগঠনের জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান বলেন, “ডাকসুর মতো দেশের প্রতিটি প্রতিষ্ঠানে ছাত্রশিবিরকে চারিত্রিক বৈশিষ্ট্য, সততা, আদর্শ ও নৈতিকতার মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত হওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।”
তিনি আরও বলেন, “শিক্ষা বলতে কেবল প্রচলিত জ্ঞানকেই বোঝায় না। বরং আল্লাহ প্রদত্ত কুরআন, রাসুল (সা.) এর সুন্নাহ ও ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করাই প্রকৃত শিক্ষা। এটি মানব জীবনের প্রতিটি দিক—আচার-আচরণ, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি ও রাজনীতি—সবকিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।”
জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে এ আয়োজন সম্পন্ন হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন