সাংবাদিক নির্যাতন মামলায় সাবেক ডিসি সুলতানা পারভীন জামিনে মুক্ত

বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন ১০ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার এ.জি. মাহমুদ।
গত ২ সেপ্টেম্বর থেকে কারাবন্দি ছিলেন সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত সাবেক এই ডিসি। এর আগে আরিফুল ইসলামের দায়ের করা মামলায় ৩ আগস্ট তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছিলেন। কিন্তু হাইকোর্ট আবেদন নামঞ্জুর করে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
২১ আগস্ট তিনি জেলা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত শুনানির তারিখ ধার্য করে ২ সেপ্টেম্বর। সেদিন শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা দ্রুত হাইকোর্টে আবেদন করলে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে কুড়িগ্রাম শহরে সরকারি পুকুর সংস্কার করে “সুলতানা সরোবর” নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফুলকে তার বাড়ি থেকে তুলে নেয় জেলা প্রশাসনের তিন ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী। তাকে ধরলা নদীর তীরে নিয়ে ক্রসফায়ারের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে নির্যাতন করে মাদক মামলায় এক বছরের সাজা দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে পরদিনই তিনি জামিন পান।
ঘটনার পর আরিফুল ইসলাম তৎকালীন ডিসি সুলতানা পারভীনসহ তিন ম্যাজিস্ট্রেট এবং অজ্ঞাত আরও ৩০–৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে তা নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চার্জশিট জমা দিয়েছে। এতে সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস.এম. রাহাতুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন