আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজারহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2025

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজারহাটের সকল সাংবাদিকগণের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজারহাট বাজারের পুরাতন সোনালী ব্যাংক চত্বরে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, খোলা কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি সরকার অরুণ যদু, ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফ, দিনকাল প্রতিনিধি আনিছুর রহমান লিটন, খোলা কাগজের রাজারহাট প্রতিনিধি আব্দুল কুদ্দুস, করতোয়া প্রতিনিধি প্রহলাদ মন্ডল, নওরোজ প্রতিনিধি আইয়ুব আলী আনছারী সহ অনেকে।

 বক্তারা দ্রুত বিচার আইনে সাংবাদিক তুহিন হত্যার সাজা কার্যকরের দাবি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সাথে দ্রুত বিচারের আওতায় সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি জানান। 

 বক্তারা আরো বলেন, স্বাধীন দেশে সাংবাদিকদের কন্ঠরোধের চেষ্টা গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে দেয়। তাই বিবেদ ভুলে প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে হামলা-নির্যাতনের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম