ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা অনুষ্ঠিত।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা ৯নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯অক্টোবর) সন্ধ্যা ৬টায় দক্ষিণ সুন্দর খাতা হাকিমের চৌপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ডোমার- ডিমলা আসনের (নীলফামারী-১)জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান,
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হাকিম,মাওলানা নূর মুবাশ্বের।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালাপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সদস্য সচিব মোঃ আব্দুল মজিদ।
সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি নুর মোহাম্মদ।
নির্বাচনী মেহমানদারীর দায়িত্বে ছিলেন
স্থানীয় নেতা আকবর আলী।
সভায় বক্তারা বলেন, জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে হবে। তারা আরও বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। বক্তারা ত্যাগ, আদর্শ ও শৃঙ্খলার মাধ্যমে নির্বাচনে সংগঠনের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সভায় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সভা শেষে দেশের শান্তি, উন্নয়ন ও ইসলামী মূল্যবোধের প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য লিখুন