আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

রাশেদ নিজাম শাহ , কিশোরগঞ্জ , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 13 আগস্ট, 2025

আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় কিশোরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভাগের নেতাকর্মীদের উপস্থিতিতে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সভায় উপজেলা যুব বিভাগের সভাপতি শিব্বির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুর রশিদ শাহ।

এছাড়া বক্তব্য দেন গাড়াগ্রাম ইউনিয়ন সভাপতি জোনাব আলী, পুটিমারী ইউনিয়ন সভাপতি নুরনবী, বাহাগিলী ইউনিয়ন সভাপতি মায়ারুল ইসলাম, মাগুড়া ইউনিয়ন সভাপতি সাকলাইন, নিতাই ইউনিয়ন সভাপতি আল-আমিন, বড়ভিটা ইউনিয়ন সভাপতি আল মামুন এবং কিশোরগঞ্জ ইউনিয়ন সভাপতি সারওয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, যুব বিভাগ মানব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের যুবকরাই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সুশাসনের অভাবে দেশের যুব সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে এবং একটি বৃহৎ অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। বক্তারা মাদকমুক্ত দেশ গড়তে যুব সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম