আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

নীলফামারীতে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 14 আগস্ট, 2025

সারাদেশের ন্যায় নীলফামারীতেও আনসার ও ভিডিপির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম। 

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম, ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. রকিবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা।

জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নীলফামারীতেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এ কর্মসূচি চলবে এবং রোপণকৃত চারাগাছের সুস্থ ও স্বাভাবিক বৃদ্ধির জন্য যথাযথ পরিচর্যা করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম