নীলফামারীতে ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ নিয়ে আলোচনা সভা

“তারুণ্যের উৎসব-২০২৫” উপলক্ষে নীলফামারী ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংকের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা দেন ন্যাশনাল ব্যাংক পিএলসি নীলফামারী শাখা ব্যবস্থাপক মো. তাহমিদ ইসলাম খন্দকার, অপারেশন ম্যানেজার মো. বেলায়েত হোসেন, ক্রেডিট অপারেশন কর্মকর্তা মো. সাদ্দাম ইসলাম, ব্যাংক কর্মকর্তা আবু আদনান, মো. হাসিবুল ইসলাম প্রমূখ।
সভায় ব্যাংকিং সুবিধা সহজভাবে উপস্থাপন, স্কুল ব্যাংকিং, শিক্ষার্থী ঋণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, ডিজিটাল লেনদেন ও সাইবার নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বক্তারা তরুণদের আর্থিক স্বনির্ভরতা ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত হওয়ার আহবান জানান এবং ন্যাশনাল ব্যাংক সবসময় তরুণ প্রজন্মের পাশে থেকে তাদের অগ্রযাত্রায় সহযোগিতা করবে আশ^স্ত করেন ব্যাংক কর্মকর্তারা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন