আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

নীলফামারীতে সরকারি জমি থেকে দোকান ভাড়া উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 11 সেপ্টেম্বর, 2025

নীলফামারীতে সরকারি জমির ওপর দোকান নির্মাণ করে অবৈধভাবে ভাড়া উত্তোলনের অভিযোগে মসজিদ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, ভবানীগঞ্জ বাজারে সরকারি জমির ওপর অবস্থিত ভবানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট থেকে দীর্ঘ দুই যুগ ধরে তারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। গেল বছরের ২৫ ডিসেম্বর মসজিদ কর্তৃপক্ষ মার্কেট ভেঙে দোতলা নতুন মার্কেট নির্মাণের ঘোষণা দেয় এবং নির্মাণ শেষে পুরোনো ব্যবসায়ীদের পুনরায় দোকান বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ওই ঘোষণার প্রেক্ষিতে সাতজন ব্যবসায়ী তাদের দোকান খালি করে দেন।

কিন্তু বাস্তবে নতুন মার্কেট নির্মাণ না করে চলতি বছরের ৪ সেপ্টেম্বর পুরোনো মার্কেট মেরামত করে মসজিদ কমিটির সভাপতি অকছেদ আলী কৌশলে লোক দেখানো খোলা ডাকের মাধ্যমে চারটি দোকান অন্যদের কাছে ভাড়া দেন। প্রতিটি দোকানের জন্য ২৯ লাখ টাকা জামানত এবং মাসিক ২১ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, “আমরা বহু বছর ধরে দোকানগুলোতে ব্যবসা করছি। জামানতও দেওয়া আছে। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে আমাদের কাছ থেকে দোকানগুলো কেড়ে নেওয়া হয়েছে।”

আরেক ব্যবসায়ী লতিফুর রহমান বলেন, “ন্যায়বিচারের আশায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছি।”

অভিযোগের বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অকছেদ আলী বলেন, “আমরা রেজুলেশন করেছি, মাইকিং করেছি। এরপর প্রকাশ্যে খোলা ডাকের মাধ্যমে দোকান ভাড়া দিয়েছি। অবৈধভাবে কোনো কাজ করিনি। মসজিদের স্বার্থেই এসব দোকান নতুন করে ভাড়া দেওয়া হয়েছে। এখানে আমাদের কোনো ব্যক্তিস্বার্থ নেই।”

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম