আজঃ সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ -এ ১৯ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু • আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

সাগর-রুনি হত্যার বিচার ও বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে সাংবাদিকদের মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 1 নভেম্বর, 2025

সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল ও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার সহ ২১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ঝুম বৃষ্টির মধ্যেও জেলা শহরের ডিসি মোড় এলাকায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এতে বক্তৃতা দেন নীলফামারী প্রেসক্লাবের সাবেক সভাপতি তাহমিন হক ববি, বর্তমান সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, বর্তমান সাধারণ সম্পাদক নূর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ।

এতে বক্তারা বলেন, জেলা পর্যায়ের সাংবাদিকরা রাজনীতি, সমাজ, উন্নয়ন ও খেলাধুলাসহ সব বিষয়েই কাজ করেন, তবু তাঁদের যথাযথ মূল্যায়ন করা হয় না। ‘মফস্বল সাংবাদিক’ বলে অবমূল্যায়ন বন্ধ করে সবাইকে স্টাফ রিপোর্টারের মর্যাদা দিতে হবে। 
সাগর-রুনি হত্যাসহ প্রতিটি সাংবাদিক হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, “সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের বিচার ও ২১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

মানববন্ধনে এটিএন নিউজের প্রতিনিধি মিল্লাদুর‌ রহমান মামুন, ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, দৈনিক চিত্রের প্রতিনিধি বাসুদেব রায়, খোলা কাগজের প্রতিনিধি মোশাররফ হোসেন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম