আজঃ সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ -এ ১৯ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু • আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে পঞ্চগড়ে শ্রমিকদের বিক্ষোভ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 28 অক্টোবর, 2025

পঞ্চগড় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ–২৬৪) এর নির্বাচনের দাবিতে প্রতিবাদ সভা করেছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় ট্রাক টার্মিনাল এলাকায় কয়েকশ শ্রমিকের অংশগ্রহণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক নেতা রাজিউর রহমান রাজু, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ, সাবেক রোড সেক্রেটারি কাবিল হোসেন, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, চালক শাখার সাধারণ সম্পাদক আলিমুল ইসলাম, কার্যকরী সদস্য শ্রী মনোরঞ্জন বণিক এবং শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন সেলিমসহ অনেকে।

সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় সাত মাস আগে। ফলে শ্রমিকরা নেতৃত্বহীন অবস্থায় রয়েছেন, যা তাদের ন্যায্য অধিকার, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ব্যাহত করছে।

সাবেক নেতা রাজিউর রহমান রাজু বলেন, “গঠনতন্ত্রে নির্ধারিত শ্রমিকদের মৌলিক অধিকার ও সুবিধাগুলো বাস্তবায়ন হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের মেয়ের বিয়েতে অনুদান, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা ভাতা এবং কোনো ড্রাইভার বা হেল্পারের মৃত্যু হলে তার পরিবারকে এককালীন ৩০ হাজার টাকা প্রদানের কথা থাকলেও এসব সুবিধা বাস্তবে দেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও প্রায় সাত মাস ধরে দায়িত্বে রয়েছেন। নির্বাচন না হওয়া সংগঠনের জন্য ক্ষতিকর এবং এটি শ্রমিকদের আস্থার সংকট তৈরি করছে।”

এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ বলেন, “নির্বাচন দিচ্ছি না এমন নয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে কিছুটা বিলম্ব হচ্ছে। আগামী ১০ তারিখের মধ্যে একটি মিটিং হবে, যেখানে সাধারণ সভা ও নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।”

অন্যদিকে সাধারণ সম্পাদক আকবর আলী বলেন, “সব শাখার সমন্বয়ে একটি মিটিং করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই বৈঠকেই পরবর্তী সিদ্ধান্ত হবে।”

শ্রমিকদের কল্যাণ ভাতা না পাওয়া প্রসঙ্গে তিনি দাবি করেন, “অভিযোগ পুরোপুরি সঠিক নয়। ১০০ জন শ্রমিকের মধ্যে অন্তত ৯০ জন বর্তমানে ভাতা পাচ্ছেন।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম