আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পঞ্চগড়ে জেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্যোগে ট্রাইসাইকেল বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 13 আগস্ট, 2025

পঞ্চগড়ে শারীরিক প্রতিবন্ধীদের চলাচল সহজ করতে ট্রাইসাইকেল বিতরণ করেছে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি।

অনুষ্ঠানে কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ডা. দিপক কুমার রায়, থেরাপি সহকারী আব্দুল জব্বার, অডিও মেট্রিশিয়ান শাহ আলমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন নূর ইসলাম নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের হাতে একটি ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। নূর ইসলামের পিতা জসীম উদ্দিন বেংহারী ইউনিয়নের ফুলতলার নিচারঘাট সরকারপাড়া এলাকার বাসিন্দা।

গত ৭ আগস্ট নূর ইসলাম জেলা প্রশাসক সাবেত আলীর কাছে হুইলচেয়ারের জন্য একটি লিখিত আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসকের সুপারিশে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে তাকে ট্রাইসাইকেল দেওয়া হয়।

ট্রাইসাইকেল পেয়ে আবেগঘন কণ্ঠে নূর ইসলাম বলেন, “৭ বছর আগে টিউমারের অপারেশনের পর থেকে হাঁটাচলা করতে পারি না। পুরোনো হুইলচেয়ারটি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলাম। জেলা প্রশাসকের পরামর্শে এখানে এসে মোহাম্মদ শাহজাহান স্যারের আন্তরিক সহায়তায় ট্রাইসাইকেল পেলাম। এখন আমি অনেক সহজে চলাফেরা করতে পারবো। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।”

প্রধান অতিথি অ্যাডভোকেট আদম সুফি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাফেরা ও দৈনন্দিন জীবন সহজ করতে সরকার যেসব উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমি আশা করি, সমাজের সবাই মিলে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ালে তাদের জীবনমান আরও উন্নত হবে।”

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, শারীরিক প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে নানা সহায়ক সরঞ্জাম দেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম