আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পঞ্চগড়ে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 9 সেপ্টেম্বর, 2025

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড় জেলা মহিলা দলের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মহিলা দলের সভাপতি শেলিনা করিম, জেলা মহিলা দলের সহ-সভাপতি জেবুন নাহার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহারসহ জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেত্রী ও কর্মীবৃন্দ।

আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দবানু মুক্তি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল এদেশের নারী জাগরণের অগ্রণী সংগঠন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ।”

জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেলিনা করিম বলেন, “আজকের দিনে আমাদের অঙ্গীকার, গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নেতৃত্বের আলোকবর্তিকা।”

সহ-সভাপতি জেবুন নাহার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল শুধু রাজনীতিতেই নয়, সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করছে। নারীরা এগিয়ে এলে দেশের গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে।”

সদর উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করছি, মাঠে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব। কোনো ষড়যন্ত্র বা দমনপীড়ন আমাদের আন্দোলন থেকে সরাতে পারবে না।”

তেঁতুলিয়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক গুলনাহার বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল থেকে সংগঠনকে শক্তিশালী করছি। নারী সমাজ আজ বিএনপির রাজনীতির প্রতি আস্থা রাখছে। এ আস্থা নিয়েই আমরা অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাব।”

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, নারী সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুললেই বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম