পঞ্চগড়ে ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। শুক্রবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
প্যানেল চেয়ারম্যান তইবুর রহমান এবং ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানসহ অন্যরা জানান, সংরক্ষিত ইউপি সদস্য লাভলী বেগম (১, ২, ৩ ওয়ার্ড) যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট। তারা বলেন, লাভলী বেগম নিজেই আর্থিক লেনদেন করে কার্ড বিতরণের চেষ্টা করেছিলেন, কিন্তু করতে না পারায় মিথ্যা অভিযোগ করছে।
ইউপি সদস্যদের দাবি, ইউনিয়নে মোট ৮০৯ জন আবেদন করেন এবং ২৭৫ জন কার্ড পান। আবেদনপত্র যাচাই-বাছাই করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা; ইউপি সদস্যরা এতে শুধু সহযোগিতা করেছেন। কোনো সদস্য ইচ্ছা করে কার্ড দেননি বা কাউকে বাদ দেননি।
সংবাদ সম্মেলনে চন্দনবাড়ি ইউনিয়নের অন্যান্য সদস্য মামুন উর রশীদ জুয়েল, আব্দুল মমিন ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন