আজঃ সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫ -এ ১৯ কার্তিক ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু • আমরা ত্রাণ চাই না, পরিত্রাণ চাই : ড. আতিক মুজাহিদ • চিরিরবন্দরে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার। • বেরোবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত • গাইবান্ধায় গরু চুরির অভিযোগে গণ পিটুনি, তিন জনের মৃত্যু • দিনাজপুরে পুলহাট-খানপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

রাজনীতিতে পরিবর্তন আনতে তরুণদের অংশগ্রহণ জরুরি: নওশাদ জমির

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 22 অক্টোবর, 2025

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে এখন একটি পরিবর্তনের ধারা শুরু হয়েছে। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও অগ্রসর। নেতারা যা বলবেন, তাই হবে—এমন সময় আর নেই।”

তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন মুহূর্তেই সব খবর জানতে পারে। তাই দেশ গঠন ও রাজনৈতিক পরিবর্তনে তরুণদের মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।”

ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, “তরুণদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানতে আমরা একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে নবীনরা লিখবে—‘২০৫০ সালের বাংলাদেশ ও আমার জেলা পঞ্চগড়কে তারা কেমন দেখতে চায়।’ তরুণদের এই চিন্তা-ভাবনা থেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”

‘ঘরে ঘরে, জনে জনে’ শিরোনামে বিএনপির গণসংযোগ কর্মসূচির নবম দিনের মতো বুধবারও জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “একটি প্রথম শ্রেণির পৌরসভা হয়েও পঞ্চগড়ে গত ১৯ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট এখনো কাঁচা, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত। পৌরবাসীর সঙ্গে কথা বলে আমরা এসব সমস্যা জেনেছি। বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করবো।”

মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম