আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, নিখোঁজ ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 16 আগস্ট, 2025

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থল থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। নিহত মানিক হোসেন (৩২) দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে সীমান্ত পার হয়ে ভারত থেকে গরু আনার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বাকিরা পালিয়ে গেলেও মানিকসহ চারজন নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেন। মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের মাথায় গুলির চিহ্ন রয়েছে; গুলি মাথার পেছন দিয়ে ঢুকে চোখের পাশ দিয়ে বের হয়েছে। নিখোঁজ চারজনের মধ্যে আব্দুল হুদা ওরফে জমির উদ্দিনকে শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত দিয়েছে বিএসএফ। বিজিবি জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

দেবনগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, “নির্বিচারে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এখনও ভারতে আটক, তাদেরও দ্রুত ফেরত আনার দাবি জানাচ্ছি।”

তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক নাজির হোসেন বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নিখোঁজদের বিষয়ে থানায় এখনো অভিযোগ আসেনি।”

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ফেরত আসা ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম