তেঁতুলিয়া সীমান্তে মানবপাচার চক্রের দুই সদস্য আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টা চলাকালে মানবপাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৬ আগস্ট) ভোরে শারিয়ালজোত সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম।
আটককৃতরা হলেন—দেলোয়ার হোসেন (৩৫) তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের পরমানিকপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং ইয়াছিন আলী (২০) শারিয়ালজোত গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি জানায়, শারিয়ালজোত বিওপি এলাকায় টহল চলাকালীন মেইন পিলার ৪৩৯ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাচারচক্রকে ধাওয়া করা হয়। এ সময় তারা দুই হিন্দু বাংলাদেশি নাগরিককে ভারতে নেওয়ার চেষ্টা করছিল। ধাওয়ার ফলে দুই ভুক্তভোগী ভারতের ভিতরে ঢুকে যেতে সক্ষম হলেও পাচারচক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতদের আইনি প্রক্রিয়ার জন্য তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সীমান্তে মানবপাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন