আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে বদরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 আগস্ট, 2025

রংপুরের বদরগঞ্জ উপজেলায় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহত ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার রাধানগর ইউনিয়নের মানসিংহপুর অফিসপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগ নেন।

এসময় বিভিন্ন প্রজাতির ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। গাছগুলো যাতে গরু-ছাগল খেয়ে নষ্ট না করে, সেজন্য বাঁশের টোপা দিয়ে ঘিরে সুরক্ষিত রাখা হয়।

উদ্যোগটির অন্যতম গ্রহণকারী মো. মোরশদুল হক বলেন, “গাছ মানুষের পরম বন্ধু। গাছ না থাকলে আমরা অক্সিজেন পাব না, পরিবেশ নষ্ট হবে। তাই আমরা পরিবেশের উপকারে আসবে এমন বৃক্ষই রোপণ করেছি।”

স্থানীয়রা জানান, এ উদ্যোগ স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম