আজঃ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ -এ ১৮ ভাদ্র ১৪৩২ - ১৮ শা’বান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পীরগাছায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 আগস্ট, 2025

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চোরাই ১২৫ সিসি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট (মঙ্গলবার) রাতভর অভিযান চালিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল গেটের সামনে চুরি করার চেষ্টাকালে গাইবান্ধার দুলারভিটা এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মো. কালাম মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৩৯টি চুরির মামলা রয়েছে।

পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পরিচালিত অভিযানে, কালাম মিয়ার দেয়া তথ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামে অপর আসামি আশরাফুল আলমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামির বসতবাড়ি থেকে চোরাইকৃত মোটরসাইকেলের যন্ত্রাংশ, রং পরিবর্তনের সরঞ্জাম, স্টিকার ও লক উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া জানান, চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পীরগাছা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামিকে বুধবার (১৩ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম