আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 সেপ্টেম্বর, 2025

রংপুরের পীরগাছায় বাংলাদেশ পাবলিক স্কুল সোসাইটি আয়োজিত ২০২৪ সালের বেসরকারি বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের গৌরব অর্জনকারী নেকমামুদ আপডেট পাবলিক স্কুলে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তারা বাজারস্থ স্কুল প্রাঙ্গণে এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মেদ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান মিয়া, নেকমামুদ আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা নিজাম উদ্দিন জাহাঙ্গীর, আল হেলাল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ ইস্রাফিল আলম হেলালী, প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ ও সহকারী শিক্ষক জিয়াউর রহমান এবং শাহানা আক্তার সুমি।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত ৪৯ জন শিক্ষার্থী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীকে সনদ, নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম