আজঃ সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ -এ ১৫ আশ্বিন ১৪৩২ - ১৫ রমজান ১৪৪৬
  • আজ রংপুরের আবহাওয়া

পীরগাছায় প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষকের সংকট, ধর্মীয় শিক্ষায় বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 10 সেপ্টেম্বর, 2025

রংপুরের পীরগাছা উপজেলার ছোট ঝিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষকের ঘাটতি দেখা দিয়েছে। বিদ্যালয়ে বর্তমানে কর্মরত চারজন শিক্ষকের মধ্যে তিনজনই সনাতন ধর্মাবলম্বী হওয়ায় মুসলিম শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে চরম সংকটে পড়েছে। অথচ বিদ্যালয়টিতে এখনো একটি পদ শূন্য রয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। এর মধ্যে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীর সংখ্যা মাত্র তিনজন। অনুমোদিত পাঁচটি শিক্ষকের মধ্যে চারজন কর্মরত আছেন। শিক্ষক সংকট ও ধর্মীয় শিক্ষকের অভাবে মুসলিম শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগ। এমনকি শিক্ষার্থীরা সালামের পরিবর্তে আদাব বলার অভ্যাস গড়ে তুলেছে।

অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষা নিয়ে সচেতনতা বাড়লেও ধর্মীয় শিক্ষায় বঞ্চিত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “আমাদের স্কুলে চারজন স্যারের মধ্যে তিনজন হিন্দু স্যার। প্রতিদিন আদাব দিতে দিতে অভ্যাস হয়ে গেছে।” অপর শিক্ষার্থী রেশমা ও রুহান মিয়াও একই মন্তব্য করেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আক্তার শানু বলেন, “শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে না।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন জানান, বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, “আগামী শিক্ষা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করা হবে এবং মহাপরিচালকের কাছে আবেদন জানানো হবে।”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম