পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নেকমামুদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় এবং আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রশিদ কামাল, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্লা রেখা এবং উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম। এছাড়া তাম্বুলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম রবি এবং ছাত্রদলের সভাপতি আশাদুল ইসলাম আশা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কর্মী সম্মেলন তাম্বুলপুর ইউনিয়ন শ্রমিকদলকে নতুন গতি ও শক্তি যোগ করবে এবং আগামী দিনের আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন