পীরগাছায় তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

রংপুরের পীরগাছায় তিস্তা নদীর ভাঙনে ঘরবাড়ি হারানো ৩০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা করে দেওয়া হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, ইউপি সদস্য আব্দুল আখের ও মশিয়ার রহমান প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান বন্যা ও নদীভাঙনে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেবসহ আশপাশের এলাকায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র শিবদেব গ্রামেই সাম্প্রতিক ভাঙনে কমপক্ষে ৪৯টি বসতবাড়ি, একটি ইবতেদায়ি মাদ্রাসা ও একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নদীতে তলিয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য, তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনের কারণে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে চলে গেছে, আবার কেউ কেউ আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছে।
ত্রাণ সহায়তা পাওয়া ক্ষতিগ্রস্ত মোজাফ্ফর হোসেন বলেন, "নদী ভাঙনে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে আছি। এই ঢেউটিন আর টাকা দিয়ে অন্তত সাময়িকভাবে থাকার ব্যবস্থা করতে পারব।"
আরেক ক্ষতিগ্রস্ত ওসমান গনি বলেন, "সরকার আমাদের দিকে হাত বাড়িয়েছে, এজন্য ধন্যবাদ। তবে স্থায়ী বাঁধ হলে আর কেউ গৃহহীন হবে না।"
ক্ষতিগ্রস্তদের দাবি, সাময়িক সহায়তা যেমন জরুরি, তেমনি দীর্ঘমেয়াদি স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না হলে প্রতিবছর একইভাবে ক্ষতির মুখে পড়বেন তারা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন